জেমস প্রিন্স

জেমস সম্পর্কে

আমি জেমস প্রিন্স, পেশায় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার। ২০১৩ সালে বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল Channel 24-এ স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে আমার পেশাগত জীবন শুরু করি। এর আগে আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্স কাজ করতাম।

২০১৬ সালে আমি আরেকটি জনপ্রিয় টিভি চ্যানেল Jamuna TV-তে স্যাটেলাইট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিই। কিন্তু ২০১৫ সালেই আমি বুঝে যাই — ভিডিও কনটেন্টই ভবিষ্যৎ। তখন থেকেই আমি ইউটিউবে কনটেন্ট তৈরি শুরু করি এবং ভিডিও এডিটিং শেখা শুরু করি।

বছরের পর বছর আমি আমার ফুল-টাইম চাকরি এবং কনটেন্ট ক্রিয়েশন—দুটা একসাথে চালিয়ে গেছি। অবশেষে ২০২৩ সালে আমি চাকরি ছেড়ে পুরোপুরি কনটেন্ট ও ভিডিও এডুকেশনে ফোকাস করি।

বর্তমানে আমি পরিচালনা করছি দুটি ইউটিউব চ্যানেল — একটি বাংলায়, একটি ইংরেজিতে। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশ ও বিশ্বের অর্ধ-মিলিয়নেরও বেশি মানুষকে ভিডিও এডিটিং শিখিয়েছি।

২০২২ সালে আমি ১০ মিনিট স্কুল-এ যুক্ত হই "Premiere Pro দিয়ে ভিডিও এডিটিং" কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে। সেখানে বর্তমানে আমার ৫০০০+ শিক্ষার্থী রয়েছে।

এখন আমি তৈরি করেছি আমার নিজস্ব ভিডিও লার্নিং প্ল্যাটফর্ম — Editors Academy। এখানে প্রতিটি কোর্স আমি নিজেই তৈরি ও পরিচালনা করি। শেখানোর স্টাইল, কোর্স কনটেন্ট—সবকিছুতেই আমার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

তাহলে আর দেরি কেন?

আজই Editors Academy-তে যুক্ত হন, এবং শিখুন ভিডিও এডিটিং একজন অভিজ্ঞ প্রশিক্ষকের কাছ থেকে।

কোর্স দেখুন
Whatsapp Icons For Contacts With Uss