সর্বশেষ হালনাগাদ: ২৯ জুন, ২০২৫
ব্যক্তিগত ক্রেডেনশিয়ালস: আপনার ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড শুধুমাত্র আপনারই জন্য। শেয়ার করলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে।
একক ব্যবহার: একাউন্টে শুধুমাত্র আপনি কোর্স সম্পন্ন করতে পারবেন; অন্য কারো প্রবেশাধিকার বাতিল হতে পারে।
ডিভাইস সীমা: একযোগে একটি মাত্র ডিভাইস থেকে লগইন; অন্য ডিভাইসে লোগইন করলে পূর্বের সেশন শেষ হবে।
সঠিক তথ্য প্রদান: নিবন্ধনকালে সঠিক নাম, ইমেইল, ফোন নম্বর দিতে হবে; ভুল তথ্য পেলে সীমাবদ্ধতা আরোপ হতে পারে।
নকল তথ্য নিষেধ: ছদ্মনাম বা ভুয়া ইমেইল/ফোন ব্যবহার করলে এনরোলমেন্ট বাতিল হতে পারে।
অধিকার স্বত্ব: সকল লেকচার, টেক্সট, ছবি ও উপকরণ Editors Academy-এর এক্সক্লুসিভ। অনুমতি ছাড়া শেয়ার বা বিক্রি নিষিদ্ধ।
ওয়াটারমার্ক & লেবেল: ভিডিওতে লোগো ও আপনার ইমেইল ডায়নামিকভাবে প্রদর্শিত হবে, কপিরাইট সুরক্ষা নিশ্চিত করতে।
আইনি মোকাবেলা: অননুমোদিত শেয়ারে বাংলাদেশি কপিরাইট আইন ও ডিজিটাল সিকিউরিটি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিশ্রুতি: সাধারণ প্রশ্নের উত্তর ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হবে। হার্ডওয়্যার সমস্যা আওতার বাইরে থাকতে পারে।
সাপোর্ট সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিম অ্যাকটিভ থাকে।
যোগাযোগ মাধ্যম: প্রধানত প্রাইভেট ডিসকর্ড চ্যানেলে সহায়তা করা হয়; প্রয়োজনে ভিডিও কল নেওয়া হতে পারে।
সুবিবেচিত পরিবেশ: সম্মানজনক ভাষায় আলোচনা করুন; অসম্মানজনক মন্তব্য নিষিদ্ধ।
প্রমোশনাল বিষয়: গ্রুপে অন্য কোর্স/সেবা প্রচার, স্প্যামিং নিষিদ্ধ; লঙ্ঘনে মেম্বারশিপ বাতিল হতে পারে।
Editors Academy যে কোনো সময় এই শর্তাবলী আপডেট বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তন সাইটে প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
প্রশ্ন বা উদ্বেগের জন্য ইমেইল করুন: support@editors.academy
Editors Academy-কে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আপনার শেখার সফলতায় অঙ্গীকারবদ্ধ।
Loading...