Editors Academy রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৯ জুন, ২০২৫

সংক্ষিপ্ত বিবরণ

আমরা সর্বোচ্চ মানের শিক্ষা অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। যদি কোনো প্রযুক্তিগত সমস্যা আপনার কোর্সে প্রবেশে বিঘ্ন ঘটে অথবা সম্পূর্ণ অসন্তুষ্ট হন, তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে রিফান্ডের আবেদন করতে পারেন।

যোগ্যতা ও শর্তাবলী

  • 1

    কোর্স ক্রয়ের ৪৮ ঘণ্টার মধ্যে রিফান্ডের জন্য আবেদন করতে হবে।

  • 2

    ইমেইলে (support@editors.academy) আপনার নাম, অর্ডার আইডি ও সমস্যার বিবরণ পাঠান।

  • 3

    ৩–৭ কর্মদিবসের মধ্যে অতিরিক্ত তথ্যের জন্য আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে।

  • 4

    অনুমোদিত আবেদন হলে ৭-১৫ কর্মদিবসের মধ্যে কোর্স ফি এর ৩০% সার্ভিস চার্জ কেটে রাখা হবে এবং বাকি ৭০% রিফান্ড নিশ্চিত করা হবে।

রিফান্ড আবেদন পদ্ধতি

  • ইমেইল: support@editors.academy
  • সাবজেক্ট: রিফান্ড অনুরোধ – [কোর্সের নাম]
  • মেসেজে যোগ করুন: নাম, অর্ডার/লেনদেন আইডি, ও সমস্যার সংক্ষিপ্ত বিবরণ।

৮. যোগাযোগ

যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য support@editors.academy এ যোগাযোগ করুন। আমাদের দল দ্রুত সাড়া দেবে।

Editors Academy-কে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার সন্তুষ্টি এবং শেখার সূচনা আমাদের ক্ষমা নয়, প্রতিজ্ঞা।

Loading...

Whatsapp Icons For Contacts With Uss