ডেলিভারি নীতি — Editors Academy

Editors Academy একটি ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আপনি ভিডিও এডিটিং এবং ফিল্মমেকিং কোর্স কিনে সাথে সাথে সেগুলোর এক্সেস পেতে পারেন।

১. পণ্যের ডেলিভারি

পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর কোর্সের এক্সেস আপনার অ্যাকাউন্টে সাথে সাথেই যুক্ত হয়ে যাবে।

আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করে “My Courses” বিভাগ থেকে কোর্স অ্যাক্সেস করতে পারবেন।

২. প্রযুক্তিগত সমস্যার সমাধান

যদি কোন কারণে কোর্সে অ্যাক্সেস না পান, তাহলে দয়া করে support@editors.academy ইমেইলে অথবা হোয়াটস্যাপ এর মাধ্যমে আমাদের জানান।

আমরা চেষ্টা করব ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করতে।

৩. রিফান্ড নীতি

একমাত্র প্রযুক্তিগত কারণে যদি আপনি কোর্স এক্সেস না পান, এবং আমরা সমস্যার সমাধান করতে ব্যর্থ হই, তখন সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করা হবে।

যেহেতু এটি একটি ডিজিটাল পণ্য, একবার এক্সেস পেয়ে গেলে পণ্যের মূল্য ফেরতযোগ্য নয়।

Loading...

Whatsapp Icons For Contacts With Uss